সাতক্ষীরার পাটকেলঘাটা থানা পুলিশের উদ্যোগে রবিবার বিকাল ৫টায় পাটকেলঘাটা বাজারের ধানের হাটে পুলিশ প্রশাসনের আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
পাটকেলঘাটা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা ও পাটকেলঘাটা থানার দায়িত্ব প্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমান হাসান।
এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমান হাসান বলেন, পাটকেলঘাটা ও তালাকে নিরাপদ বসবাসের উপযোগী করে গড়ে তুলতে আপনাদের সহযোগীতা প্রয়োজন। এই উপজেলাকে মাদকমুক্ত করতে থানা পুলিশ কাজ করে যাবে। পুলিশের সেবা নিতে আপনারা নির্ভয়ে থানায় আসুন। পুলিশ আপনার সেবাই সর্বদা নিয়োজিত আছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরুলিয়া ইউনিয়ন বি এন পির সভাপতি শেখ রাশিদুল হক রাজু বিএনপি নেতা হাফিজুর রহমান হাফিজ, জেলা কৃশক দলের যুগ্ন আহবায়ক আলি হোসেন, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিন সরুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মাসুদ রানা, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান, জামায়াত নেতা মাওঃ রেজাউল করিম, এস আই কাসেদসহ স্হানীয় নেতৃবৃন্দ।