1. admin@theonlinenewsbangladesh.com : admin :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

পরিবেশ রক্ষায় দীর্ঘ মেয়াদি পরিকল্পনাঃ ইউএনও মুহসিয়া তাবাসসুম

বগুড়া প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৪ Time View
পরিবেশ রক্ষায় দীর্ঘ মেয়াদি পরিকল্পনা
পরিবেশ রক্ষায় দীর্ঘ মেয়াদি পরিকল্পনা ” হাতে নিয়েছেন শাজাহানপুরের ইউএনও মুহসিয়া তাবাসসুম। তিনি জানান পরিকল্পনা অনুযায়ী উপজেলার সদর ইউনিয়ন মাঝিড়া ইউনিয়নের মাঝিড়া বন্দর এলাকায় যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা রোধ করতে বিভিন্ন স্হানে মোট ১২টি ডাস্টবিন স্হাপনের মধ্য দিয়ে তার এই মিশন শুরু করেন।
এ উপলক্ষ্য গতকাল  বুধবার মাঝিড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম।
মাঝিড়া ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন আলমের সার্বিক ব্যবস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান, মাঝিড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য এনামুল হক,আবু বক্কর,শফিকুল ইসলাম সহ ইউপি সদস্য ও কর্মচারীগন। এছাড়াও পরিবেশ রক্ষায় আড়িয়া ইউনিয়নের বামুনীয়া চাঁদবাড়ীয়া থেকে বারো আঞ্জুল মাছির বাজার পর্যন্ত রাস্তার পাশ দিয়ে তালবীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মুহসিয়া তাবাসসুম।
ইউএনও মুহসিয়া তাবাসসুম জানান, বর্তমান সরকার পরিবেশের উপর গুরুত্বারোপ করেছেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করতে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা রোধ করতে বিভিন্ন স্হানে ডাস্টবিন স্হাপন শুরু করা হয়েছে। এই ডাস্টবিন দুই ধরনের। একটিতে পচনশীল ও অপরটিতে অপচনশীল বর্জ্য ব্যবস্থাপনা রাখা হয়েছে। আগামী দিনে এই বর্জ্য সংরক্ষণ করে পরিশোধনের মাধ্যমে জৈবশক্তি উৎপাদনেরও পরিকল্পনা রয়েছে। পরিবেশ রক্ষায় এই কর্মপরিকল্পনা পর্যায়ক্রমে অন্যান্যা ইউনিয়ন পরিষদের মাধ্যমে সম্পন্ন করা হবে। আর এই পরিকল্পনা বাস্তবায়ন ও সফল করতে জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT