1. admin@theonlinenewsbangladesh.com : admin :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

পরলোকে সাংবাদিক সামাদ মতিন’র সহধর্মিণী এড. সুরাইয়া মতিন

জাহাঙ্গীর হোসেন
  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৭৬৯ Time View

নাঃগঞ্জ  ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন  ও বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ -এর সদস্য  এম. সামাদ মতিনের সহধর্মিণী প্রবীন  সাংবাদিক ও স্বনামধন্য আইনজীবী  সুরাইয়া মতিন (৫৪) ৩০ জুলাই (বুধবার) ভোর রাতে ফতুল্লা’র নিজ বাস ভবনে পৃথিবীর মায়া ত্যাগ করে  আমাদের সকলের মাঝ থেকে চীর বিদায় নেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মরহুমার যানাযার নামাজ বাদ জোহর ফতুল্লা জামে মসজিদ প্রাঙ্গণে  অনুষ্ঠিত। জানাজা শেষে ফতুল্লা চৌধুরী বাড়ী কবরস্থানে তার মৃতদেহ দাফন করা হয়।

 

পারিবারিক সূত্রে জানা যায়, ফতুল্লা রেল-স্টেশনে এর স্হায়ী বাসিন্দা মৃত হাজী নূরুল ইসলাম  এর তৃতীয়  কণ্যা  সুরাইয়া মতিন এর সহিত ১৯৮৭ সালে ইসলামি বিধান মতে এম সামাদ মতিন এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

 

জীবদ্দশায় তিনি দৈনিক খবর, চিত্র বাংলাসহ বিভিন্ন গণমাধ্যমে সততা ও সাহসিকতার সহিত  সাংবাদিকতা করেছেন। এ ছাড়াও তিনি ফতুল্লা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য এবং  নারায়ণগঞ্জ আদালত পাড়ায় দক্ষতা ও  সুনামের সহিত উকালতি করেছেন।

 

মৃত্যুকালে স্বামী, তিন কণ্য সহ অনেক আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী  রেখে যান। মরহুমার আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে  সকলের নিকট দোয়া প্রার্থনা  করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT