1. admin@theonlinenewsbangladesh.com : admin :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

নেট, পাটা, জাল অপসারণে উদ্যোগী দেবহাটার ইউএনও আসাদুজ্জামান

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৮১ Time View
Oplus_131072

জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে দেবহাটা উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে ১৫ জুলাই মঙ্গলবার বিকেলে দেবহাটা উপজেলার ৪নং নওয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন খাল পরিদর্শন ও অবৈধ নেট, পাটা, জাল অপসারণ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা *মোঃ আসাদুজ্জামান।

 

 

এ কার্যক্রমে সার্বিক সহায়তা প্রদান করেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোনায়েম হোসেন।

 

অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মোঃ রাজিব হোসেন রাজু, ইউপি সদস্য মোঃ শওকত হোসেন, সকল ওয়ার্ডের গ্রাম পুলিশ এবং বিপুলসংখ্যক এলাকাবাসী।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, “খাল ও জলাশয় থেকে অবৈধ নেট, পাটা ও জাল অপসারণের মাধ্যমে পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে হবে। এতে করে কৃষিকাজ ও পরিবেশ রক্ষা হবে।”

 

এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রশাসনের এমন সক্রিয় ভূমিকা জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং ভবিষ্যতে নিয়মিত তদারকিরও আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT