1. admin@theonlinenewsbangladesh.com : admin :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

না.গঞ্জ সদরের ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে “ওয়েস্ট ম্যানেজমেন্ট অলিম্পিয়াড অনুষ্ঠিত

জাহাঙ্গীর হোসেন
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৩ Time View

নারায়ণগঞ্জ সদর উপজেলার ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হলো “ওয়েস্ট ম্যানেজমেন্ট অলিম্পিয়াড-২০২৫।

 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে শুরু হওয়া এই অলিম্পিয়াডে প্রতিটি প্রতিষ্ঠান থেকে ১০০জন করে মোট ১০ হাজার শিক্ষার্থী অভিন্ন প্রশ্নপত্রে ও একই সময়ে অংশগ্রহণ করে। বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও বাস্তব জীবনে এর প্রয়োগ সম্পর্কে ধারণা দিতে আয়োজন করা হয়।

 

 

প্রাথমিক পরীক্ষার পর, প্রতিটি প্রতিষ্ঠান থেকে ৫ জন করে মোট ৫০০ জন শিক্ষার্থীকে বাছাই করে বিজয়ী ঘোষণা করা হয়। এই ৫০০ জনের মধ্য থেকে পরবর্তী ধাপে প্রতিটি প্রতিষ্ঠানের প্রথম স্থান অধিকারী ১জন করে মোট ১০০ জন শিক্ষার্থীকে নিয়ে আগামী মাসের প্রথমার্ধে উপজেলা পর্যায়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। ফাইনাল রাউন্ডে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হবে।

 

 

আজকের দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা পরিবেশবান্ধব ভবিষ্যৎ গঠনে নিজেদের ভাবনা ও উদ্যোগ তুলে ধরে। অলিম্পিয়াড চলাকালীন সময়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় এবং কমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।

 

 

তিনি শিক্ষার্থীদের পরিবেশ নিয়ে ভাবতে ও কাজ করতে উদ্বুদ্ধ করেন এবং Waste Management বিষয়ক একটি সচেতনতামূলক সেশন পরিচালনা করেন। এ সময় তিনি ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশের সড়কের উন্নয়ন ও জলাবদ্ধতা রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), ফতুল্লা জনাব মোঃ আসাদুজ্জামান নূর, সহকারী কমিশনার (ভূমি), সিদ্দিরগঞ্জ জনাব দেবজানি কর, সদর উপজেলা প্রকৌশলী ও অলিম্পিয়াড আয়োজক উপ-কমিটির সভাপতি জনাব ইয়াসির আরাফাত, এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব পবিত্র কুমার মণ্ডল। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

 

উপজেলা নির্বাহী অফিসার পরবর্তীতে ফতুল্লা এলাকার পূজার প্রতিমা বিসর্জন ঘাট এবং দুটি মন্দিরের প্রস্তুতি পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন এবং আইনশৃঙ্খলা ও সুরক্ষা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।

 

এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করবে বলে আয়োজক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT