1. admin@theonlinenewsbangladesh.com : admin :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

দোয়ারাবাজারে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

দোয়ারাবাজার, সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০০৭ Time View
শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমকে সামনে রেখে দোয়ারাবাজারে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে সমাজের বিভিন্ন ক্ষেত্রে জয়িতাদের চিহ্নিত করে তাদের যথাযথ সম্মান, স্বীকৃতি ও অনুপ্রেরণা প্রদান করে সমাজের সাধারণ নারীদের মধ্যে আস্থা সৃষ্টি করা। নারীদের জয়িতা হতে অনুপ্রাণিত করা। নারীর অগ্রযাত্রায় সকল প্রতিবন্ধকতা মোকাবিলা করে জয়িতাদের অগ্রসর হওয়ার পথ সুগম করা। সেই ধারাবাহিকতায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ জয়িতা’ নির্বাচিত পাঁচ নারীকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) দোয়ারাবাজার উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদফতর”র আয়োজনে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক উপজেলা পর্যায়ের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহেরু নিগার তনু, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে সম্মাননা প্রদান অনুষ্ঠানে পাঁচ ক্যাটাগরিতে এ বছর প্রাথমিকভাবে নির্বাচিত ৫ জনকে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা প্রদান করা হয় । এবার অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসাবে সুরমা ইউনিয়নের টিলা গাও গ্রামের মোছাঃ নার্গীস পারভীন।
শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নরসিংপুর ইউনিয়নের দীনেরটুক গ্রামের মাহমুদা বেগম। সফল জননী নারী বাংলাবাজার ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মোছাঃ কুলছুম বিবি, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নব উদ্যমী নারী বোগলা বাজার ইউনিয়নের কান্দা গাও গ্রামের মোছাঃ গুলজান, ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাবাজার ইউনিয়নের বিচংগেরগাও গ্রামের মোছাঃ জয়তুন নেছা এ সম্মাননা পান।
উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ, উপজেলা সমাজ সেবা অফিসার কামরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বিপ্রেশ দাশ, দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় কুমার দাশ, মহিলা বিষয়ক কার্যালয়ের প্রতিনিধিত্ব করেন অফিস সহকারী এনামুল হক, এছাড়াও উপজেলার বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT