1. admin@theonlinenewsbangladesh.com : admin :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

দোয়ারাবাজারে পঞ্চগ্রাম মহিলা মাদ্রাসার অভিভাবক সম্মেলন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৬৫ Time View
দোয়ারাবাজারে অভিভাবক সম্মেলন
দোয়ারাবাজারে মারকাযুল উলুম ফাতেমাতুয যাহারা (রাযি.) পঞ্চগ্রাম মহিলা মাদ্রাসার পুরুষ্কার বিতরণী ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসা মিলনায়তনে আল-হাইআতুল উলয়া লিল জামি’আতিল কওমিয় বাংলাদেশ ও আযাদ দ্বীনি এদারাায়ে তা’লিম বাংলাদেশ এবং তানযিমুল মাদারিস লিল বানাত সুনামগঞ্জ বোর্ড এ সেরা ও মুমতাজ ১৪৪৫ হিজরির শিক্ষর্থীদের বির্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা আব্দুর রশিদ’র সভাপতিত্বে ও নাজিমে তালিমাত মাওলানা সাইদুজ্জামান আল হায়দর এবং মুফতি কামরুজ্জামানের সঞ্চালনায় অভিভাবক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আযাদ দ্বীনি এদারাায়ে তালিম বাংলাদেশের মহাসচিব শায়ক মাওলানা আব্দুল বাছির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেট এর পরিচালক হাফিজ মাওলানা ফখরুজ্জামান, মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান ইজ্জত আলী তালুকদার, প্রতিষ্ঠানের নায়বে মুহতামিম মাওলানা খলীলুর রহমান, শায়খুল হাদীস মাওলানা শায়খ কবির আহমদ, মুফতি আব্দুল হক, সাবেক শিক্ষক মাওলানা আব্দুল কাশেম চাতল পাড়ি, মাওলানা উবায়দুল্লাহ আমিন, মাওলানা আব্দুল মুক্তাদির প্রমুখ।
অভিভাবক সম্মেলনে বক্তাতারা বলেন, মাওলানা আব্দুল মুছব্বির একজন প্রখ্যাত আলেমে দ্বীন। তাঁকে নিয়ে এলাকার কিছু কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিত হয়ে নানাভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তাঁর বিরুদ্ধে  হিংসাত্মক কুৎসা রটনা এবং মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানাই।
এসময় বক্তারা মাদারাসার লেখা পড়ার উন্নতি দেখে ছাত্র শিক্ষকদের প্রতি সন্তষ্টি প্রকাশ করেন এবং মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ্ব মাওলানা আব্দুল মুছব্বিরের ভুয়সি প্রশংসা করেন। সম্মেলন শেষে প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষর্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT