1. admin@theonlinenewsbangladesh.com : admin :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

দৈনিক যশোর বার্তা’র মফস্বল সাংবাদিকদের ফোরাম গঠন

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২৩ Time View

শনিবার সকাল ১০টায় যশোর প্রেসক্লাব ভিওআইপি লাউঞ্জে দৈনিক যশোর বার্তা’র মফস্বল সাংবাদিক ফোরাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

দৈনিক যশোর পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মোঃ শিহাব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব ও দৈনিক যশোর বার্তা’র সম্পাদক মণ্ডলীর সভাপতি মোঃ সাইফুল ইসলাম।

 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দৈনিক অর্থনীতি কাগজের সাবেক সম্পাদক ও দৈনিক যশোর বার্তা’র প্রধান সম্পাদক আলমগীর মতিন চৌধুরী।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সিনিয়র সাংবাদিক এম মুজাহিদ আলী, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই, ফুলতলা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, নড়াইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি জামী প্রমুখ।

 

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সহ সভাপতি শেখ দিনু আহমেদ, তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক হযরত আলী।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী সম্পাদক মোহাম্মদ মুজাহিদ, সাহিত্য সম্পাদক কবি সাইফুদ্দিন সাইফুল, সহকারি সাহিত্য সম্পাদক এম হাসান মাহমুদ, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি কে এম ইদ্রিস আলী, খুলনা ব্যুরো প্রধান এস এম জসিম উদ্দিন, খুলনা অফিসের নিজস্ব প্রতিবেদক বেলায়েত হোসেন বাচ্চু, ঝিনাইদহ জেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক শাহানুর আলম, বিশেষ প্রতিনিধি শেখ মাহতাব হোসেন, আব্দুস সাত্তার কিনে, মাগুরা জেলা প্রতিনিধি অধ্যক্ষ নওয়াব আলী, চুয়াডাঙ্গা প্রতিনিধি হাফিজুর রহমান কাজল, নড়াইল জেলা প্রতিনিধি স ম কবিরুল ইসলাম, দৌলতপুর প্রতিনিধি মনিরুজ্জামান প্রমুখ।

 

অনুষ্ঠান শেষে ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি কে এম ইদ্রিসকে সভাপতি ও সহকারী সম্পাদক মোহাম্মদ মুজাহিদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দীন।

 

কমিটির অন্যান্য সদস্যবৃন্দরা হলেন: সিনিয়র সহ-সভাপতি শেখ মাহতাব হোসেন (ডুমুরিয়া), সহ সভাপতি আব্দুস সাত্তার কিনে (চুড়ামনকাটি), সহ সাধারণ সম্পাদক এস এম জসিম উদ্দিন (খুলনা ব্যুরো প্রধান), সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন বাচ্চু (খুলনা অফিস), সহকারী সাংগঠনিক সম্পাদক এস এম মিজানুর রহমান রুবেল (বাগেরহাট), কোষাধ্যক্ষ মোল্লা অবাইদুর রহমান (যশোর), দপ্তর সম্পাদক সোহেল রানা (যশোর), আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোল্লা মহব্বত আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন হোসাইন (বেনাপোল), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান (যশোর), ক্রীড়া সম্পাদক ওয়াহিদ হাসান (খুলনা অফিস), সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কবি সাইফুদ্দিন সাইফুল, নির্বাহী সদস্য -১ শাহানুর আলম (ঝিনাইদহ), নওয়াব আলী (মাগুরা), পলাশ হোসেন হৃদয় (যশোর), শরিফুল ইসলাম (নড়াইল), তরিকুল ইসলাম (যশোর), ইবাদুল ইসলাম (অভয়নগর), হাফিজুর রহমান কাজল (চুয়াডাঙ্গা)। প্রমুখ যশোর বার্তা পত্রিকার দের‌ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে প্রেসক্লাব থেকে একটি বিশাল র‍্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দৈনিক যশোর বার্তা অফিসের সামনে শেষ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT