সেহেতু স্বচ্ছ ও জবাবদিহিতা মুলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মনে করেন সাধারণ জনগণ। আর সে ক্ষেত্রে নির্ভয়ে ভোট প্রদানের নিশ্চয়তাও আশা করেন তারা। দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, জেলা আওয়ামীলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান স ম গোলাম মোস্তফা, জেলা পরিষদের সাবেক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আল ফেরদৌস আলফা, জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক আবু রাহান তিতু। উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আমেনা খাতুন।
নিজের প্রার্থিতা বিষয়ে আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান বলেন, আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে দেবহাটা বাসীদের সেবা প্রদান করে চলেছি। আমি দুইবার উপজেলা আ’লীগের নির্বাচিত সভাপতি। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনে আস্থা অর্জন করতে পেরেছি। উপজেলার বিদ্যুৎ, রাস্তা- ঘাট, স্কুল-কলেজ সহ বিভিন্ন স্তরে আমার অবদান রয়েছে। তাই আমি আশাবাদী আবার ও উপজেলা চেয়ারম্যান হয়ে দেবহাটা উপজেলা কে আধুনিকায়ন করে সাতক্ষীরা জেলার মধ্যে রোল মডেল তৈরি করব।