1. admin@theonlinenewsbangladesh.com : admin :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

দেবহাটায় মহানবী (সঃ) সম্পর্কে কটুক্তি মাম লায় আ টক ১

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৩০ Time View
Oplus_131072

দেবহাটায় মহানবী (সঃ) সম্পর্কে কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মামলায় পুলিশ ১জনকে গ্রেফতার করেছে। আটককৃত ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৭৩)। তিনি দেবহাটা উপজেলার পারুলিয়া ফুলবাড়িয়া মৃত জিহাদ আলীর ছেলে এবং একজন বীর মুক্তিযোদ্ধা। শুক্রবার সকাল ১০টার দিকে তাকে আটক করে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

 

স্থানীয়রা জানান, আটক শহিদুল ইসলাম পারুলিয়া মৎস্য সেডে সাবেক ইউপি সদস্য জিয়াদ আলীর মৎস্য ঘেরে বসে মহানবী হজরত মুহাম্মদ (সঃ) ও বিশিষ্ট আলেম প্রয়াত দেলোয়ার হোসেন সাঈদী এবং মিজানুর রহমান আজহারী সম্পর্কে বিভিন্ন অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে। তখন বিষয়টি লোকজন স্থানীয় মুফতি ফজলুল হক আমেনিসহ আলেমদেরকে জানালে তারা সেখানে যান।

 

একপর্যায়ে লোকজন উত্তেজিত হয়ে উঠলে দেবহাটা থানা পুলিশকে জানালে দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসানের নির্দেশনায় এসআই আদনান বিন আজাদ তাকে আটক করে থানায় নিয়ে আসেন।

 

পরে পারুলিয়া গরুহাট এলাকার ইলিয়াস গাজীর ছেলে মুজাহিদ ইসলাম বাদী হয়ে দেবহাটা থানায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মহানবী (সঃ) সম্পর্কে কটুক্তি করায় শহিদুল ইসলামের বিরুদ্ধে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৬, তাং- ১৬/০৫/২৫ ইং।

 

স্থানীয়রা জানান, আটককৃত শহিদুল ইসলাম ভারত ও বাংলাদেশের দ্বৈত নাগরিক। ভারতের বারাসাতে তার বাড়ি আছে। মুক্তিযোদ্ধা হওয়ায় তিনি সম্প্রতি পারুলিয়া ফুলবাড়ি এলাকায় একটি সরকারী বাড়ি করে নিয়েছেন। ভাতা উঠানোর সময় তিনি ভারত থেকে বাংলাদেশে আসেন।

 

দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ তৎপর রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে বলে ওসি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT