1. admin@theonlinenewsbangladesh.com : admin :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

দেবহাটায় উপজেলা পুষ্টি কমিটির সভা 

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৬১৮ Time View
দেবহাটায় উপজেলা পুষ্টি কমিটির সভা 
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পুষ্টি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৫ নভেম্বর সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ ইকবাল।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সখিপুর সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এমএএইচ মঈনুল হাসান, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা জগস্ময় বিশ্বাস, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস কুমার, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, সরকারী কেবিএ কলেজের  প্রভাষক জি.এম আসাদুজ্জামান, ইউপি সদস্য নজরুল ইসলাম, কমিউনিটি ক্লিনিকের সাপোর্ট গ্রুপের সভাপতি মোঃ সালাহউদ্দিন, আশার আলোর প্রতিনিধি আল আমিন, আইডিয়ালের প্রতিনিধি সমরেশ কুমার, সফল প্রকল্পের প্রজেক্ট অফিসার মশিয়ার রহমান প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজী।
সভায় জানানো হয়, সরকারী ২২টি দপ্তরের সমন্বয়ে গঠিত পুষ্টি কমিটির মাধ্যমে সকল মানুষের পুষ্টি নিশ্চিতে কাজ করা হচ্ছে। খাদ্য উৎপাদন, খাদ্যের নিরাপত্তা, নির্দিষ্ট পরিমানে খাওয়া, শিশুদের খাদ্য গ্রহনে সতর্কতা অবলম্বন গ্রহনের সাথে সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ পুষ্টি বিষয়ে বিষদ আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT