1. admin@theonlinenewsbangladesh.com : admin :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

দেবহাটার সখিপুরে তুচ্ছ ঘটনায় ভাই ও তার স্ত্রী পুত্রের মারপিটে জ খ ম, হাসপাতালে ভর্তি

দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২৫৫ Time View

দেবহাটার সখিপুরে তুচ্ছ ঘটনায় চৌকিদার ভাই ও তার স্ত্রী পুত্রের মারপিটে অপর ভাই জখম হয়েছে। মারপিটের কারনে মাথা ফেটে যাওয়ার তাকে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ঘটনার সূত্র ও হাসপাতালে ভর্তি উপজেলার সখিপুর ধোপাডাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম (৬৫) জানান, রবিবার দুপুরের দিকে তিনি ধান কেটে এনে তার বাড়ির মধ্যে উঠানে রেখে দেন। ধানগুলো রাখার পরে তার ভাই সখিপুর ইউনিয়নের চৌকিদার শরিফুল ইসলামের কয়েকটি হাস ধানগুলো খেয়ে নিতে থাকে। এসময় রফিকুল বিষয়টি দেখতে পেয়ে তার ভাই শরিফুলের স্ত্রী রাশিদা (৪০) কে হাসগুলো বেধে রাখার জন্য বলেন। কিন্তু রাশিদা ও তার ছেলে বাপ্পি হাসগুলো বেধে রাখার বদলে রফিকুলকে অশ্লীল ভাষায় গালাগালি দিতে থাকে।

 

রফিকুল একথার প্রতিবাদ করলে রাশিদা ও তার ছেলে বাপ্পি ইট নিয়ে রফিকুলের মাথায় আঘাত করেন। একপর্যায়ে চৌকিদার শরিফুল দা নিয়ে রফিকুলকে মারার জন্য আসে। তখন রফিকুলের ছোট ভাই বাক প্রতিবন্ধী আশরাফুল ছুটে এসে চৌকিদার শরিফুলের নিকট থেকে দা কেড়ে নেয়।

 

রফিকুল জানান, শরিফুল একটি হত্যা মামলার আসামি। সম্প্রতি তার বিরুদ্ধে এক জামায়াত কর্মীকে হত্যা করার বিষয়ে আদালতে মামলা হয়েছে। শরিফুল ও তার স্ত্রী রাশিদা হিংস্র ও প্রতিহিংসা পরায়ন। সবসময় ছোটখাট বিষয় নিয়ে তারা সবাইকে মারতে উদ্যত হয়। বিষয়টি তিনি সকলের দৃষ্টি আকর্ষন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানান।

 

এছাড়া এবিষয়ে তিনি দেবহাটা থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT