1. admin@theonlinenewsbangladesh.com : admin :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

তীব্র তাপদাহে মণিরামপুরে শ্রমজীবি-পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ 

নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪
  • ২৫১ Time View
শ্রমজীবি-পথচারীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ 

মণিরামপুরে তীব্র তাপদাহে মহান মে দিবসে তৃষ্ণার্ত শ্রমজীবি ও সাধারণ পথচারীদের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি বিতরণ ও খাবার স্যালাইন বিতরণ করেছেন ‘ঐক্যবন্ধন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের একদল তরুণ।

 

বিগত কয়েকদিন ধরে চলমাণ এমন ব্যতিক্রমী সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মনিরামপুর পৌর শহরের উপজেলা গেইটে দেড় শতাধিক মানুষের মাঝে তারা এ ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করেন।

 

ঐক্যবন্ধন সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান জানান, ‘টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবি সংগঠন ঐক্যবন্ধনের আয়োজন উপজেলা পরিষদের সামনে পথচারী, ভ্যান চালক, ইজিবাইক চালকদেরকে প্রায় দেড় শতাধিক বোতল ঠান্ড াপানি ও স্যালাইন বিতরণ করেছি।

 

এই তীব্র গরমের মাঝে কর্মক্ষেত্রে যাওয়া-আসায় যারা বের হয়েছেন তাদেরকে পানি ও খাবার স্যালাইন সরবরাহ করছি। এই গরমে পানি কিছুটা হলেও কয়েকজনকে সামান্য উপকার করতে পেরেছি-এটাই মনের শান্তি। আগামী দিনেও আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।’

 

এ কার্যক্রমের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঐক্যবন্ধনের সদস্য পারভেজ হাসান, শিহাব উদ্দিন, মাহিম হোসেন, জগন্নাথ কুমার, রাতুল হোসেন, আসিফ হাসান, সজিব হোসেন, মুন্না হাসান, জোবায়ের হাসান, আল-আমিন, আশিকুর রহমান, আশিকুজ্জামান, রাহিব হাসান, সজিব হাসান, নোমান হাসান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT