1. admin@theonlinenewsbangladesh.com : admin :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

ডুমুরিয়ায় লাইসেন্সবিহীন ও অস্বাস্থ্যকর ডিপোতে অভিযান, জরিমানা আদায়

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৫৪৪ Time View

ডুমুরিয়া উপজেলায় “মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮৩” অনুযায়ী লাইসেন্সবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালিত মাছের ডিপোগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

 

কাঠালিয়া, মাদারতলা ও শিবনগর এলাকায় অবস্থিত মেসার্স রাজিব ফিশ ও মেসার্স রজত ফিশ-কে লাইসেন্স না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে ডিপো পরিচালনার অভিযোগে ১,০০০ টাকা করে, মেসার্স ফাতেমা ফিশ ও মেসার্স ভূমি ফিশ-কে ৫০০ টাকা করে এবং মেসার্স রিমি ফিশ-কে ২০০ টাকা জরিমানা করা হয়।

 

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের টেকনিক্যাল অফিসার জনাব প্রণব কুমার দাশ ও জনাব আশিকুর রহমান, ক্ষেত্র সহকারী কে এম মহসিন আলম এবং অফিস সহকারী মোঃ সাইফুল্লাহ।

 

জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান মহোদয়ের নির্দেশে পরিচালিত এই অভিযানে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদান করা হয়।

এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান জানান, “জনস্বাস্থ্য রক্ষা, নিরাপদ মৎস্য বিপণন নিশ্চিতকরণ এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে এই ধরনের অভিযান চলমান থাকবে। মৎস্য আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে আমরা সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশবান্ধব এবং মানসম্মত ডিপো পরিচালনায় মালিকদের উৎসাহিত করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT