1. admin@theonlinenewsbangladesh.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

ডুমুরিয়ায় ধ র্ষ ণ মা ম লার আ সা মী অজিয়ার রহমান গ্রেফতার

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২১৩ Time View

গত ২২ মর্চ বিকাল অনুমান ৪ টায় সময় ডুমুরিয়া থানার কুলবাড়িয়া গ্রামের (গাঙ্গের পাড়) জনৈকা শাহিদা বেগম এর বসত ঘরের বারান্দায় নিয়ে জনৈকা শাহিদা বেগম বাড়িতে না থাকার সুযোগে ডুমুরিয়া থানার কুলবাড়িয়া গ্রামের মোঃ কাবিল উদ্দিন মোল্লার ছেলে মোঃ অজিয়ার মোল্লা (৬৫) ভিকটিমকে ৫০ টাকা‌ দিয়ে প্রলোভন দেখিয়ে তার পায়জামা খুলে তাকে ধর্ষণ করে। ঐ সময় তার শরীরে ছ্যাপের মত পিচ্ছিল পানি তার কাপড়ের সাথে লেগে যায় ও তার যৌনি দিয়ে রক্ত আসে। তখন আসামী একথা কাউকে যেনো না বলে তার জন্য ভয়ভীতি দেখায়। এ কারনে সে কাহারো কাছে ঘটনা প্রকাশ করে নাই বলে জানায়।

 

এ ঘটনা জানার পরপর আটলিয়া চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন কে জানালে তিনি থানায় যাওয়ার পরামর্শ দেন। উক্ত আসামী ভিকটিম কে ফুসলিয়ে নিয়ে গিয়ে টাকার প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে শাহিদা বেগম এর অবর্তমানে তার বাড়ীর বারান্দায় নিয়ে ধর্ষণ করে ।

 

উক্ত ঘটনার বিষয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয় স্বজনদের সাথে আলোচনা করে থানায় একটি মামলার এজাহার দায়ের করেন। এব্যাপারে ডুমুরিয়া থানায় একটি মামলা হয়।

 

এব্যাপারে ডুমুরিয়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ মাসুদ রানা বলেন একটি শিশু কে ধর্ষণ করেছে আসামিকে আটক করেছি।

 

অফুল্লা মন্ডল বাদী হয়ে ডুমুরিয়া থানায়‌ একটি দায়ের করেছেন,মামলার নং ১১/২৫তারিখ ১৪ /৪/২০২৫ নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০এর ৯( ১) পুলিশ আসামি মোঃ অজিয়ার মোল্লা গ্রেফতার করে কোট হাজতে প্রেরণ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT