1. admin@theonlinenewsbangladesh.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

ডুমুরিয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৩৫ Time View

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয় ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

 

ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: আল-আমিন সভাপতিত্বে বৃহস্পতিবার (২০শে মার্চ) দুপুর ১২ টায় ডুমুরিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

 

ত্রৈমাসিক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি মোঃ আলামিন বলেন, সরকারের বিভিন্ন সুবিধার মধ্যে গ্রাম আদালতের আইনের সেবা অন্যতম। এখানে মানুষ অল্প সময়ে, স্বল্প খরচের আইনের সেবা পাচ্ছে। সাধারণ মানুষ ও প্রান্তিক জনগোষ্ঠী একদিকে যেমন স্থানীয় বিরোধের সমাধান, অন্যদিকে উচ্চ আদালত হতে প্রেরিত মামলা নিষ্পত্তির লক্ষ্যে মামলার জট কমানোর জন্য সরকারের এই দৃঢ় পদক্ষেপ। এক্ষেত্রে ইউপি চেয়ারম্যানদের মামলা গ্রহণ ও নিষ্পত্তির ব্যাপারে আরো বেশি সচেতন ও দায়িত্ব পালন করতে হবে। উক্ত কাজে কমিটির সকল সদস্যকে গ্রাম আদালতের কাজকে তদারকি করার জন্য বিশেষভাবে বলা।

 

ত্রৈমাসিক সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি), গণমাধ্যম কর্মী, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শিশির চৌকিদার ও মরিয়ম খাতুনসহ কমিটির সকল সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT