1. admin@theonlinenewsbangladesh.com : admin :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

গুগল জিমেইল বন্ধের খবরে যা জানাল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৬৫১ Time View

আইটি: বেশ কিছুদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে জিমেইল বন্ধ হয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়েছে। আর আগামী আগস্টে প্ল্যাটফর্মটি বন্ধ হয়ে যাবে—এমন তথ্য পেয়ে ব্যবহারকারীরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। অবশেষে গত কয়েক দিন ধরে গুগল থেকে জিমেইল ব্যবহারকারীদের কাছে পাঠানো একটি ই-মেইলের ভুয়া স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছিল। সেই স্ক্রিনশটে জানানো হয়, আগামী ১ আগস্ট থেকে জিমেইলের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। আর আগস্টের পর জিমেইল কোনো মেইল আদান-প্রদান ও সংরক্ষণ সমর্থন করবে না। এক্স ও টিকটকে স্ক্রিনশটটি কয়েক হাজারবার শেয়ার হয়েছে। একাধিক কনটেন্ট ক্রিয়েটর দাবি করেন, গুগলের এআইভিত্তিক ছবি তৈরির জেমিনি টুলটি নিয়ে অনেক সমালোচনা হওয়ায় গুগল এই পদক্ষেপ নিয়েছে। জেমিনির এআইভিত্তিক ছবিতে বেশ কয়েকজন শ্বেতাঙ্গ ঐতিহাসিক ব্যক্তিত্বকে (যেমন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতারা) নাসি যুগের কৃষ্ণাঙ্গ জার্মান সেনা হিসেবে চিহ্নিত করার পর এই আলোচনার সূত্রপাত হয়। প্রযুক্তি বিশ্লেষকেরা গুজবটির প্রচার ঠেকাতে এগিয়ে এসেছেন। তারা বলেছেন, পুরো ই-মেইল সেবার পরিবর্তে গুগল জিমেইলের এইচটিএমএল সংস্করণটি বাদ দেবে। প্রযুক্তি শিক্ষাবিদ মার্শা কোলিয়ার বলেছেন, ‘জিমেইল এইচটিএমএল সংস্করণটি চলতি বছরের জানুয়ারিতেই বন্ধ করে দিয়েছে। সাধারণ জিমেইল ঠিকঠাক কাজ করছে।’ জিমেইলের এইচটিএমএল সংস্করণটি মূলত দুর্বল ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহার করা হতো। সেটি এরই মধ্যে বন্ধ করে দিয়েছে গুগল। গুগল জানিয়েছে, জিমেইল এসেছে থাকার জন্যই। জিমেইল বন্ধ হওয়া নিয়ে যে গুজব রটেছে, তা ভিত্তিহীন। শুক্রবার বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে গুগল। এক্স প্ল্যাটফর্মের এক পোস্টে গুগল বলেছে, জিমেইল বন্ধ হচ্ছে না। এই সেবা চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT