
মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোস্তাফিজুর রহমান আপেলের ফেসবুক আইডি হ্যাক করে তাঁর ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের কাছে অর্থ দাবি করেছে একটি প্রতারক চক্র। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। প্রতারকরা তাঁর পরিচয়ে বিভিন্নজনকে মেসেজ পাঠিয়ে টাকা চাইতে থাকে। এর মধ্যে মালয়েশিয়া প্রবাসী এক যুবকের কাছ থেকে ৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সাংবাদিক মোস্তাফিজুর রহমান আপেল জানান, “সকাল আনুমানিক ১০টার দিকে প্রথম আমার বন্ধু রবিউল ইসলাম রবির ফোন পেয়ে বুঝতে পারি আইডি হ্যাক হয়েছে। এরপর আবার মেহেদী হাসান মিন্টু ও পরে আমার ছেলে সোয়েব মুস্তাক মুন্না বিষয়টি নিশ্চিত করে।”
আইডি ফিরে না পাওয়ায় তিনি তাৎক্ষণিক কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি খন্দকার আব্দুল্লাহ বাশার এবং সহ-সভাপতি জাহাঙ্গীর আলমকে ঘটনা অবহিত করেন। পরে তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যমের আইডিতেও হ্যাকের সতর্কবার্তা শেয়ার করা হয়।
এদিকে হ্যাকাররা তাঁর মেসেঞ্জার ব্যবহার করে বহু মানুষের কাছে জরুরি প্রয়োজনে টাকা পাঠানোর অনুরোধ জানায়। যদিও বেশিরভাগই ঠকেননি, তবে মালয়েশিয়া প্রবাসী মিজানুর রহমান নামের এক যুবক প্রতারকদের কথায় বিশ্বাস করে ৫ হাজার টাকা পাঠিয়ে ক্ষতিগ্রস্ত হন।
সাংবাদিক আপেল জানান, এ ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
প্রযুক্তি বিশেষজ্ঞরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের পাসওয়ার্ড সুরক্ষিত রাখা, দ্বিস্তরীয় নিরাপত্তা (টু-ফ্যাক্টর অথেন্টিকেশন) চালু করা এবং সন্দেহজনক মেসেজে সাড়া না দেওয়ার পরামর্শ দিয়েছেন।