1. admin@theonlinenewsbangladesh.com : admin :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

কৃষক কে চাকু ধরে জিম্মি করে ডাকাত দল নিয়ে গেল গরু

বগুড়া প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৪ Time View
বগুড়া জেলার আদমদিঘী উপজেলার  পৌর এলাকায় একদল ডাকাত কৃষকের গলায় ছোঁড়া ধরে জিম্মি করে মুখ ও চোখ বেধে গোয়াল ঘর থেকে প্রায় ৪ লক্ষ্য টাকা মূল্যের ৩টি গরু চুরি  করে নিয়ে গেছে বলে জানা গেছে।
এব্যাপারে আদমদীঘি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে ভুক্তভুগি পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সান্তাহার পৌর এলাকার দুই নম্বর ওয়ার্ডের কোমল দোগাছি গ্রামের কৃষক মনজু রোববার ভোরে গোয়াল ঘরের দরজা খুলে বাহিরে বেরহলে ৮-১০ জনের একদল দুর্বৃত্তরা তার গলায় চাকু ধরে মুখও চোখ চেপে ধরে তার গোয়াল ঘর থেকে দুটি পীত রংঙ্গের গাভি ও একটি লাল রংঙ্গের ষাঁড় গরু গোয়াল ঘর থেকে বের করে একটি পিকা-আপে তুলে নিয়ে দ্রতগতিতে পালিয়ে যায়।
ভুক্তভুগি কৃষক মনজু জানান, এব্যাপারে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি এলাকায় জানাজানি হলে এলাকার কৃষকদের মাঝে আতংক সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে আদমদিঘী থানার উপ-পরিদর্শক মো: তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । এবং চুরি যাওয়া গরু গুলো উদ্ধারের জন্য পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT