1. admin@theonlinenewsbangladesh.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

কুলিয়া ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি ও নেতাকর্মীদের মতবিনিময়

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ Time View
Oplus_131072

দেবহাটার কুলিয়া ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি হামিদুল হক শামীম ও নবনির্বাচিত সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন বাবলুর মটর শোভাযাত্রা ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার ৭অক্টোবর দুপুর ১২টায় মটর শোভাযাত্রাটি কুলিয়া শহীদ মিনার থেকে শুরু হয়ে উপজেলা সদর, গাজীরহাট, সখিপুর, পারুলিয়াসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে কুলিয়া শহীদ মিনার চত্বরে শোভাযাত্রা শেষ সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে নবনির্বাচিত সভাপতি হামিদুল হক শামীম ও নবনির্বাচিত সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু বক্তব্য রাখেন। বক্তব্যে নেতৃবৃন্দ কুলিয়া ইউনিয়নকে মাদকমুক্ত, দালালমুক্ত, সন্ত্রাসীমুক্ত ইউনিয়ন গড়ে তোলা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে দল পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে কুলিয়া ইউনিয়ন বিএনপির অফিসে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ইমরান ফরহাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি হামিদুল হক শামীম, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু, উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক আর.কে.বাপ্পা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ মিলন, ওয়ার্ড সভাপতি আসাদুল ইসলাম, ওয়ার্ড সভাপতি আরিজুল ইসলাম প্রমুখ।

 

সভায় নেতৃবৃন্দ দ্বিধাদ্বন্দ ভুলে তৃনমুল পর্যায় থেকে সকলে একত্রে মিলে বিএনপিকে শক্তিশালী করার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT