1. admin@theonlinenewsbangladesh.com : admin :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

কুতুবদিয়ায় ওলুহালী খাল ভরাট ব‌ন্ধে প্রশাসনের নির্দেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৩৩৮ Time View
নিজস্ব প্রতিবেদকঃ কুতুবদিয়া ধুরুংবাজা‌রের উত্তর পা‌শে প্রবাহমান ওলুহালী খাল দখল করে ভরাট ব‌ন্ধের নির্দেশ দি‌য়ে‌ছেন প্রশাসন। উত্তর ধুরুং ই‌উ‌পি চেয়ারম‌্যান আব্দুল হা‌লিম‌ সিকদার‌কে ব‌ন্ধের এ নি‌র্দেশ দেন  কুতুবদিয়া এসিল্যান্ড জর্জ মিত্র চাকমা। বৃহস্পতিবার (৪ এপ্রিল) ওলুহালী খাল রক্ষার দাবিতে এলাকার বাসিন্দারা এসিল্যান্ড বরাবর স্মারকলিপি দিলে তিনি খাল ভরাটের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নিবেন বলে জানান।
তিনি বলেন, উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আবদুল হালিমকে উক্ত স্থানে কোন ধরনের কাজ না করতে  নি‌র্দেশ‌ দেয়া হ‌য়ে‌ছে।
এলাকাবাসীর পক্ষে নাথ পাড়ার সবুজ নাথ জানান, ওলুহালী খাল কুতুবদিয়ার প্রবাহমান একটি খাল। এই খাল কয়েক শতাধিক পরিবারের আয়ের উৎস। লবণ চাষের একমাত্র মাধ্যম। বর্ষায় পানি নিষ্কাশনের একমাত্র পথ। দখল দূষনে খালটি ভরাট হয়ে যাচ্ছে। খালটি দক্ষিণ ধুরুং ইউনিয়নের অংশ। কিন্তু জোরপূর্বক ভরাট করে দখল করছেন উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আবদুল হালিম।
স্থানীয় বা‌সিন্দা মো:শাহজাহান ব‌লেন, ওলুহালী খাল রক্ষার দা‌বি নি‌য়ে নি‌য়ে জেলা প্রশাসক‌কে লি‌খিত অ‌ভি‌যোগ দি‌য়ে‌ছেন। হা‌লিম চেয়ারম‌্যান জনস্বা‌র্থের নাম ক‌রে প্রবাহমান খাল ভরাট ক‌রে পার্ক, সিএন‌জি স্টেশন ইত‌্যা‌দির বাহানা ক‌রে দখ‌লের চেস্টা চা‌লি‌য়ে যা‌চ্ছে। এ‌টি আমরা হ‌তে দেব না।
এ ব্যাপারে বাপা কুতুবদিয়ার সভাপতি নজরুল ইসলাম বলেন, আমরা বাপার নেতৃবৃন্দ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। ওলুহালী খাল রক্ষায় প্রত্যক্ষভাবে এলাকার জনগণকে সঙ্গে নিয়ে মানববন্ধন করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করে‌ছি। জেলা বাপা বিষয়টি নিয়ে কাজ করছেন বলে জানান তিনি।
জেলা বাপা’র  সাধারণ সম্পাদক ক‌লিম উল্লাহ ক‌লিম ব‌লেন, সওজ,সরকা‌রি ও ব‌্যক্তি মা‌লিকানা জ‌মিতে চলমান খাল‌টি ভরা‌টের বিষ‌য়ে তারা জেলা প্রশাস‌কের সা‌থে দেখা ক‌রে‌ছেন।  জেলা প্রশাসক খাল‌টি ভরাট ব‌ন্ধে‌ নি‌র্দেশনা দি‌য়ে নির্বা‌হি কর্মকর্তা‌কে অব‌হিত ক‌রে‌ছেন ব‌লে তা‌দের জা‌নি‌য়ে‌ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT