1. admin@theonlinenewsbangladesh.com : admin :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

কালিগঞ্জে চিহ্নিত চোর ও গাঁজা ব্যবসায়ী আটক করে পুলিশে সোপর্দ

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ, সাতক্ষীরা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ২২৭ Time View
চিহ্নিত চোর ও গাঁজা ব্যবসায়ী আটক করে পুলিশে সোপর্দ

কালিগঞ্জে চিহ্নিত চোর ও গাঁজা ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে রফিকুল ইসলামকে আটক করা হয়। সে কাশিবাটি গ্রামের মৃত্যু মতিয়ার রহমানের ছেলে।

 

থানা ও নলতা ইউপি সূত্রে জানা গেছে, নলতা হাটখোলার নাহার ক্লিনিক সংলগ্নে চায়ের দোকানদার মুজিবর রহমানের দোকান থেকে গত ১১ মে দুপুরে নলতার বিল কাজলা গ্রামের ইসরাইল গাজীর ছেলে মাদক সেবী অনিক গাজী (১৪) ক্যাশ বাক্সথেকে ৭হাজার ৩’শ টাকা চুরি করে। দোকান মালিক মুজিবর রহমান বাক্সে টাকা না পেয়ে খোঁজা খুঁজির এক পর্যায়ে সন্দেহাতিত ভাবে পরদিন অনিককে ডেকে জিজ্ঞাসা করলে সে চুরির কথা স্বীকার করে। এসময় তার পকেটে দুই পুরিয়া গাঁজাও পাওয়া যায়।

 

নলতা হাটখোলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বিয়য়টি দোকান মালিক সমিতির সভাপতি ও নলতা ইউপির চৌকস জনপ্রিয় চেয়ারম্যান আজিজুর রহমানকে জানায়। এরপরে কেুচো খুড়তে সাপ বাহির হওয়ার মত অবস্থা। চেয়ারম্যান আজিজুর রহমান অনিকের কাছে জিজ্ঞাসা করলে সে সবকিছু স্বীকার করে এবং ৫হাজার ৫’শ টাকা ফেরত দেয়। সে কাশিবাটি গ্রামের মৃত মতিয়ার রহমানে ছেলে চিহ্নিত গাঁজা ব্যবসায়ী শেখ রফিকুল ইসলামের নিকট থেকে গাঁজা কিনে সেবন ও বিক্রয় করে বলে জানায়।

 

তার স্বীকারোক্তির পর ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে দফাদার নুর হোসেন বাবুসহ গ্রাম পুলিশদের নিয়ে গাঁজা ব্যবাসায়ী শেখ রফিকুল ইসলামকে আটক করে। এরপর তার বাড়ি থেকে গাঁজা উদ্ধার করে পরিষদে নিয়ে আসে। এসময় চোর ও মাদকসেবী অনিককে আর এধরনের কাজ করবে না বলে মুচালিকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং গাঁজা ব্যবসায়ী শেখ রফিকুল ইসলামকে থানা পুলিশে সোপর্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT