1. admin@theonlinenewsbangladesh.com : admin :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

কবি ওসমান আলীর ‘কবিতাও কাঁদে’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৭ Time View

মহান ভাষার মাসে মাগুরার মহম্মদপুরের বিশিষ্ট শিক্ষাবিদ কবি মো: ওসমান আলীর ‘কবিতাও কাঁদে’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় প্রঙ্গণে ‘কবিতাও কাঁদেথ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

 

বর্তমান সময়ের কবি মো. ওসমানী আলীর প্রথম কাব্যগ্রন্থ ‘কবিতাও কাঁদেথ। তিনি মহম্মদপুর উপজেলা সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আমিনুর রহমান কলেজের বাংলা বিভাগের প্রধান। স্বপ্নময় জীবন; সেই জীবনের পদ্যময় ছন্দে ও গদ্যে লেখক খুঁজে ফিরেছেন ভালোবাসা আর জীবনের বিভিন্ন দৃশ্যপট।

 

কবির মনের মধ্যে লুকায়িত মাধুর্য দিয়ে জীবন ও সমাজের দৃশ্যপট তুলে ধরেছেন ‘কবিতাও কাঁদে’ কাব্যগ্রন্থে। ৪৯টি কবিতার এই বইটি প্রকাশ করেছে টই টই প্রকাশনী। ঢাকার একুশে বইমেলায় ১৯৪ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। লেখক মো. ওসমান আলী একজন সফল শিক্ষক হিসেবে বেশ পরিচিত।

 

পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ আহমেদের সভাপতিত্বে ‘কবিতাও কাঁদেথ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবির।

 

অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কবি মো: শহিদুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবীর সাধারণ পাঠাগারের সদস্য সচিব মো: রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক কবি শেখ রেজাউল হক রিজু এবং এমফিল গবেষক, বিশিষ্ট নাট্যকার ও ঔপন্যাসিক কবি সালাহউদদীন আহমেদ মিলটন।

 

এ সময় আরো বক্তব্য দেন, সাংবাদিক ও কবি মুরাদ হোসেন, কবি লতিফুল খবির এবং কবি ওসমান আলীর মেয়ে তাহেরা খানম তানিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT