1. admin@theonlinenewsbangladesh.com : admin :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

ইছামতিতে এবারও মিলন মেলা ছাড়াই সম্পন্ন হলো বিজয়া দশমী 

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২৮৬ Time View
মিলন মেলা ছাড়াই সম্পন্ন হলো বিজয়া দশমী 
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবের রবিবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন করা হয়েছে। তবে এবারও মিলনমেলা ছাড়াই সম্পন্ন হয়েছে বিজয়া দশমী। বাংলাদেশ তথা দেবহাটাতেও থেমে নেই এ আয়োজন।
দেবহাটার বাংলাদেশ ভারত সীমান্ত নদী ইছামতির টাকি-টাউনশ্রীপুর ইছামতি নদীর বুকে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে যুগ যুগ ধরে দুই বাংলার মানুষের সমন্বয়ে শত শত নৌকা বা অন্যান্য বাহন নিয়ে নদীতে আনন্দে উৎসবে মেতে উঠতো দুই পারের মানুষ। শত বছর অর্থাৎ জমিদারি আমল থেকে চলে আসছিল এই মেলা কিন্তু গত ২০১৩ সাল থেকে নিরাপত্তাজনিত কারনে অনিবার্য কারণবশত এই মেলা বন্ধ রয়েছে।
তারই ধারাবাহিকতায় এবারও হলোনা এই মিলনমেলা। তবে ভারতীয়দের তাদের সীমানায় নদীতে নৌকা নিয়ে চলাফেরা করতে দেখা গিয়েছে। কিন্তু বাংলাদেশ সীমানায় কোন ব্যক্তিগত নৌকা বা কোনকিছু চলাচল করতে পারবে না এমন নির্দেশনা থাকায় দুপুরের পর থেকে বিজিবির কঠোর টহল লক্ষ্য করা গেছে। একমাত্র বিজিবির একটি স্পীড বোট নদীর মধ্যে তদারকির জন্য ছিল।
বিকাল তিনটার দিকে শুরু হয় এই মেলা তবে নদীর পাড় থেকে দর্শনার্থীরা উপভোগ করতে পেরেছে বিজয়া দশমী বা প্রতিমা বিসর্জনের অনুষ্ঠান।
এসময় শতশত দর্শনার্থী ভেড়ির উপরে দাড়িয়ে প্রতিমা বিসর্জন উপভোগ করে। সার্বিক বিষয় মনিটরিং করার জন্য দেবহাটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মঞ্চ করা হয়। সেখানে বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিকবৃন্দসহ সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এবারের দূর্গা পূজা অত্যন্ত শান্তিপূর্ন ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে বলে সনাতন ধর্মাবলম্বী মানুষেরা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT