1. admin@theonlinenewsbangladesh.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা হাফিজের রাস্ট্রীয় মর্যাদায় দাফন

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ২২১ Time View
আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা হাফিজের রাস্ট্রীয় মর্যাদায় দাফন
আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টায় মরহুমের পারিবারিক কবরস্থানে গার্ড অব অনার ও নামাজে জানাযা শেষে দাফন করা হয়।
আশাশুনি গ্রামের মরহুম জহর আলী সরদারের পুত্র বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান সরদার (৭২) দীর্ঘদিন যাবত অসুস্থতার কারনে চিকিৎসাধীন ছিলেন। তাকে খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার এক পর্যায়ে বাড়িতে আনার পর বুধবার দিবাগত রাত ১০.১০ টার দিকে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলাইহে রাজেউন)।
মৃতকালে তিনি স্ত্রী, ১ পুত্রসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ জোহর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ আহমেদের উপস্থিতিতে চৌকষ পুলিশদল গার্ড অব অনার প্রদান করেন।
এসময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, সাবেক চেয়ারম্যান সেলিম রেজা মিলন, শ্রমিক লীগ সভাপতি ঢালী সামছুল আলম, বীর মুক্তিযোদ্ধা মান্নান, আঃ করিম, নূরুল হুদাসহ বিভিন্ন রাজৈতিক নেতৃবৃন্দ, জন প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT