1. admin@theonlinenewsbangladesh.com : admin :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

আশাশুনিতে এক রাতে ৪ দোকানে দুঃসাহসীক চু’রি

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৯১ Time View

আশাশুনিতে এক রাতে ৪ দোকানে দুঃসাহসীক চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

 

সরেজমিন থেকে ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারের অশোক কর্মকারের লক্ষী জুয়েলার্স এর দোকানের দুই দরজা ভেঙে দোকানের ভিতর থেকে পাঁচ মন ওজনের লোহার সিন্দুকসহ ৫ লক্ষ টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

 

এছাড়া কাদাকাটি ইউনিয়নের পূর্ব কাদাকাটি বাজারের সুকুমার মন্ডলের কীটনাশক, তুষার কান্তি সরকারের মোবাইল সার্ভিসিং এবং কোহিনুর সরদারের ঔষধ ও মুদির দোকান থেকে কয়েক সহস্রাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। দুঃসাহসীক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

এ ব্যাপারে আশাশুনি থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন বলেন, সরেজমিনে তদন্ত পূর্বক ভুক্তভোগীদেরকে থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে।

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT