1. admin@theonlinenewsbangladesh.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

আশাশুনিতে  উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ২৫৯ Time View
ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
আশাশুনিতে ২১মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তিন দিনের কর্মশালার প্রথম দিন শনিবার সকালে উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আশাশুনি সরকারি কলেজে এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সারোয়ার হোসেন। তিনি বলেন, আগামী একুশে মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপক্ষভাবে সুসম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। তাই এ নির্বাচনের সাথে যুক্ত ও দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাকে আইনানুগভাবে ব্যক্তিস্বার্থের উর্ধ্বে থেকে অর্পিত কর্তব্য যথাযথভাবে পালনের উদ্দেশ্যে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন তিনি। যদি কোন ব্যক্তি পক্ষপাতদুষ্ট কোনো প্রকার কাজ করার চেষ্টা করেন তবে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ আপনারা দেবেন না এর ব্যতয় ঘটলে আপনাদের চাকরির দায়ভার আপনারাই নিবেন। অর্থাৎ আপনারা নির্ভয়ে কাজ করবেন। আইন-শৃঙ্খলা বাহিনী আপনাদের সার্বিক সহযোগিতা করবে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে আপনারা সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ ও নির্বাচন অফিসারকে জানাবেন নির্বাচনী ম্যাজিস্ট্রেটগণ মাঠে থাকবেন, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, ভোটকেন্দ্রে সাংবাদিকরা বুথের ভিতরে ছাড়া যে কোন জায়গায় ভিডিও ধারণ করতে পারবে। আপনারা কোন সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রয়াসে আশাশুনি উপজেলায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার আতিকুল ইসলাম, নির্বাচনীয় দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ আহমেদ, থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলী সোহাল জুয়েল, এস আই শাহিন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মশালায় তিন দিনের প্রথম দিনে (৮৭) টি কেন্দ্রের জন্য বাছাইকৃত (৮৭) জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারসহ পলিং অফিসারদের প্রশিক্ষণ প্রদান করেন সাতক্ষীরা, তালা, দেবহাটা, শ্যামনগর কালীগঞ্জ ও কলারোয়া উপজেলা নির্বাচন অফিসারবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT