২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনামঃ
আজ ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস। আজ ৬ই ডিসেম্বর সুনামগঞ্জ পাক-হানাদার মুক্ত দিবস,৪৮জন শহীদের গণকবরে জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী প্রদান চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেল ও মোবাইলসহ আটক ২ সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থী এড. নুরুল ইসলামের মনোনয়ন বঞ্চিত দেওয়ান জয়নুল জাকেরীনের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার ভারতীয় হাইকমিশনের অনুরোধের অন্তঃসত্ত্বা সোনালীকে বিএসএফের নিকট হস্তান্তর করল বিজিবি কোটচাঁদপুরে শিক্ষার মানোন্নয়নে নতুন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি হরিণাকুণ্ডুতে ভোর হলো ঝিনাইদহের আয়োজনে সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজে নবান্ন উৎসব ২০২৫ উদযাপিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশ্বম্ভরপুরের ভাদেরটেক বাজারে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিজয় মাসে যুবক ও তরুন প্রজন্মকে নিয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

আমতলীতে বৃক্ষরোপন, পরিবেশ সচেতনামূলক সভা ও মাদক বিরোধী শপথ গ্রহন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ২৯, ২০২৫,

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বরগুনার আমতলীতে ধূমকেতুর তরুবীজ কর্মসূচির আওতায় ইয়ুথ ফাউন্ডেশনের সহযোগিতায় বৃক্ষরোপন, পরিবেশ সচেতনামূলক সভা ও মাদক বিরোধী শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ওই কর্মসূচির আয়োজন করে।

বুধবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় উদয়ন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মোঃ সোলায়মান হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কালের কণ্ঠের আমতলী উপজেলা প্রতিনিধি মোঃ হায়াতুজ্জামান মিরাজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিখিল চন্দ্র, খাদ্য অফিসের সহকারী ইসরাত জাহান, সংবাদকর্মী মোঃ মাইনুল ইসলাম রাজু, সিনিয়র শিক্ষক আঃ মান্নান, বাইজিদ আহম্মেদ প্রমুখ।

বক্তব্য রাখেন স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, অর্থ সম্পাদক আল আমিন, কর্মসূচি সম্পাদক সজিব, সদস্য শাকিল ও রাহাত প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের শপথ পাঠ করান স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম। তিনি বলেন, আমরা মাদককে না বলি, সুন্দর জীবন গড়ি। তিনি আরো বলেন, আমরা আমাদের হাত খরচের টাকা বাঁচিয়ে সমাজের উন্নয়নমূলক কাজে তা ব্যয় করি। একটি গাছ মানে একটি প্রাণ এই বিশ্বাসে আমরা কাজ করে যাচ্ছি। মাদক ও বাল্যবিবাহের বিরদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা একটি ক্রান্তিকাল অতিবাহিত করছি। মাদকের ছোবলে আমাদের যুব সমাজ আজ ধ্বংসের দারপ্রান্তে। বাদ যাচ্ছে না স্কুল কলেজের শিক্ষার্থীসহ কিশোররাও। দিন দিন বিপদগামী হচ্ছে আমাদের সন্তানরা। এর থেকে উত্তোরনের জন্য বর্তমান সময়ের এমন উদ্যোগ নেয়া প্রতিটি বিদ্যালয়ে প্রয়োজন। স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন সত্যিই আমতলীতে প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। আমি সংগঠনের সঙ্গে যুক্ত থেকে তাদের সকল ভালো কাজে সার্বিক সহযোগিতা করে যাবো, ইনশাআল্লাহ।

অনুষ্ঠান শেষে ওই বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা দিয়ে মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে লালকার্ড প্রদর্শন করে সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়া হয় এবং সবাইকে গাছ লাগানোর অঙ্গীকার করানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন