1. admin@theonlinenewsbangladesh.com : admin :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন
সাইট উন্নয়নের কাজ চলছে

আব্দুল মোমিন সভাপতি, ইয়াছীন আলী সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত

ডেস্ক
  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩২ Time View
সভাপতি আব্দুল মোমিন, ইয়াছীন আলী সাধারণ সম্পাদক

পাটকেলঘাটা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় (মোহসীন মার্কেট, পাঁচ রাস্তা মোড়, পাটকেলঘাটা)–এ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি আব্দুল মোমিন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ইয়াছীন আলী সরদার।

 

প্রেস ক্লাবের ৩৬ জন সদস্যের মধ্যে ২৫ জন সদস্য উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারী অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে পূর্বের কার্যনির্বাহী কমিটিকে পুনরায় নির্বাচিত ঘোষণা করা হয়।

 

নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন:
সভাপতি: আব্দুল মোমিন (দৈনিক রূপালী বাংলাদেশ) সাধারণ সম্পাদক: ইয়াছীন আলী সরদার (দৈনিক নয়া দিগন্ত), সিনিয়র সহ-সভাপতি: নাজমুল হক খান (দৈনিক সংগ্রাম),সহ-সভাপতি: নাজমুল হক (দৈনিক জন্মভূমি) সহ-সাধারণ সম্পাদক: শাহিন আলম (দৈনিক নিরপেক্ষ) সাংগঠনিক সম্পাদক: আব্দুল জলিল (দৈনিক আজকের তথ্য) অর্থ সম্পাদক: আতাউর রহমান (দৈনিক সাতক্ষীরা সকাল), প্রচার সম্পাদক: মনিরুজ্জামান মনি (দৈনিক সাতঘরিয়া) সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক: আলমগীর হোসেন (দৈনিক প্রতিদিনের কথা) দপ্তর সম্পাদক: খায়রুল আলম সবুজ (দৈনিক সুপ্রভাত) নির্বাহী সদস্য: মজিবুর রহমান (দৈনিক আজকের পত্রিকা) আব্দুল মতিন (মোহনা টিভি) ফিরোজ কবির (দৈনিক নাগরিক ভাবনা) আল মামুন (দৈনিক পত্রদূত)।

 

সভায় নতুন সদস্য অন্তর্ভুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2017 zahidit.Com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT